জামিয়া নু'মানিয়া

জামিয়া নু’মানিয়া ইমাম আ’যম আবূ হানীফা নু’মান বিন সাবিত রহিমাহুল্লাহর স্মৃতি-প্রতিষ্ঠান । উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার অন্তর্গত ফতোরআটি গ্রামে এটি অবস্থিত। ‘হিরা গুহা’ থেকে কুরআন ও সুন্নাহর যে নূর মক্কা-মদীনা হয়ে কূফা থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, সেই হিরার আলো যুগোপযোগী পন্থায় সংরক্ষণের উদ্দেশ্যে জামিয়া নু’মানিয়া প্রতিষ্ঠিত হয়েছে।

বর্তমানে এ প্রতিষ্ঠানে ৫টি বিভাগ রয়েছেঃ (১) তা’লীম বিভাগ, (২) প্রকাশনী বিভাগ, (৩) মিম্বার ও মিহরাব বিভাগ, (৪) মিডিয়া বিভাগ, (৫) হিলাল কমিটি ।

তা’লীম বিভাগে মক্তব, নাযেরা, হিফয ও মাওলানা বিভাগের পড়াশুনা চলছে। প্রকাশনী বিভাগ থেকে বিভিন্ন লেখকদের কিতাব ছাপিয়ে বন্টন করা হয়। মিম্বার ও মিহরাব বিভাগে ৮০০০ ইমাম সদস্য আছেন। মিডিয়া বিভাগ থেকে আবে হায়াত মিডিয়ার খেদমত আপনাদের জানা আছে। গত ১লা মুহরম (১৪৪৪ হিজরী) থেকে “চাঁদপুরী মিডিয়া” নামে একটি উর্দূ চ্যানেল চালু হয়েছে, আলহামদুলিল্লাহ। হিলাল কমিটির মাধ্যমে প্রত্যেক আরবী মাসের ২৯ তারিখে আপনারা চাঁদের সংবাদ পেয়েই থাকেন। জামিয়া নু’মানিয়াকেে আল্লাহ তায়ালা কবূল করুন !