জামিয়া নু'মানিয়া

নিয়ম কানুন

মাদরাসায় প্রত্যেক আরবী শা’বান মাসের ১, ২, ও ৩ তারিখে ভর্তি শুরু হয়। জামিয়া নু’মানিয়ার স্টাফ ও ছাত্রদের ইউনিফর্ম হল সাদা রঙের পোশাক। হযরত ইবনে আব্বাস (রযি) বলেন, আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমাদের কাপড় সমূহের মধ্যে সাদা কাপড়ই সবচেয়ে উত্তম। অতএব, তোমরা তোমাদের মৃতদের সাদা কাপড়ে কাফন দাও এবং তোমরাও সাদা কাপড় পরিধান কর। (ইবনে মাজাহ ১৪৭২ নং হাদীস)

ছুটির নিয়মাবলী

  • গার্জেনরা সাক্ষাৎ করবেন রবিবার। সাক্ষাতের সময়, দুপুরে ছুটির পর থেকে এক ঘন্টা ও আসর থেকে মাগরিব পর্যন্ত।
  • সাক্ষাতের জন্য মহিলাদের মাদরাসার ভিতরে প্রবেশ নিষিদ্ধ।
  • ঈদুল আযহা ও অর্ধবার্ষিকী পরীক্ষার ছুটি ব্যতীত অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া ছুটি দেওয়া হবে না।
  • ঈদুল আযহা ও অর্ধবার্ষিকী পরীক্ষার ছুটি ব্যতীত অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া ছুটি দেওয়া হবে না।
  • মৌখিক ছুটি গ্রহণযোগ্য নয়। মাদরাসার পক্ষ থেকে নির্দিষ্ট ছুটির খাতায় লিখিতভাবে ছুটি মঞ্জুর করাতে হবে।
  • বাড়ি থেকে আসার পর ছুটির ভারপ্রাপ্ত উস্তাদের কাছ থেকে ছুটির খাতায় উপস্থিতির সই নিয়ে ক্লাসে বসতে হবে।
  • ছুটি না নিয়ে মাদরাসা থেকে অনুপস্থিত থাকলে কর্তৃপক্ষ মাদরাসায় না রাখার সিদ্ধান্ত নিতে পারে।